অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু আয়োজিত এ প্রতিযোগিতায় চিন্তার গতি আর কল্পনার শক্তি দিয়ে সংখ্যার খেলায় মেতে ওঠে ছোট্ট প্রতিযোগীরা। সবাইকে পেছনে ফেলে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় ফাউজিয়া রাউনাফ অনন্যা ভূঁইয়া ও আবরার ফাইয়াজ সাদ। তাদের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার শিক্ষাবৃত্তি ও অন্যান্য পুরস্কার।
আরও পড়ুন:
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, ড. সবুর খান ও কবি রেজাউদ্দিন স্টালিনসহ অনেকে।





