ড্যাফোডিলে আয়োজিত হলো মজারু অ্যাবাকাস স্পিডমাস্টারের ফিনালে
ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মজারু অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন থ্রি-এর গ্র্যান্ড ফিনালে। সাত শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গত (শুক্রবার, ৩১ অক্টোবর) আয়োজিত হয় জনপ্রিয় এ প্রতিযোগিতাটি।