ঢাবির মাস্টারদা সূর্যসেন হলের গণরুমকে গেমসরুমে রূপান্তর

মাস্টারদা সূর্যসেন হলের প্রধান ফটক
মাস্টারদা সূর্যসেন হলের প্রধান ফটক | ছবি: সংগৃহীত
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের গণরুমকে গেমসরুমে রূপান্তর করেছে কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সন্ধ্যায় এ গেমসরুমটি উদ্বোধন করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

এসময় সূর্যসেন হলের ভিপি আজিজুল হক জানান, গেমসরুমে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, দাবা বোর্ড, লুডু এবং ডার্টবোর্ড রাখা হয়েছে। পরবর্তীতে আরও খেলার সামগ্রী বাড়ানো হবে।

আরও পড়ুন:

এ বিষয়ে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘বিগত সময়ে এধরনের গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল। নির্যাতনের এ জায়গাটি এখন শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্রে করা হল। ধীরে ধীরে সব হলে এ ধরনের গেমসরুম করা হবে।’

এসময় আয়োজনে আরও উপস্থিত ছিলেন সূর্যসেন হলের প্রোভোস্টসহ অন্যান্য হল টিউটররাও।

এফএস