এসময় সূর্যসেন হলের ভিপি আজিজুল হক জানান, গেমসরুমে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, দাবা বোর্ড, লুডু এবং ডার্টবোর্ড রাখা হয়েছে। পরবর্তীতে আরও খেলার সামগ্রী বাড়ানো হবে।
আরও পড়ুন:
এ বিষয়ে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘বিগত সময়ে এধরনের গণরুমের মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল। নির্যাতনের এ জায়গাটি এখন শিক্ষার্থীদের বিনোদন কেন্দ্রে করা হল। ধীরে ধীরে সব হলে এ ধরনের গেমসরুম করা হবে।’
এসময় আয়োজনে আরও উপস্থিত ছিলেন সূর্যসেন হলের প্রোভোস্টসহ অন্যান্য হল টিউটররাও।





