টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: প্রথমবার স্থান অর্জন করলো এমআইএসটি

এমআইএসটি এর লোগো
এমআইএসটি এর লোগো | ছবি: সংগৃহীত
0

প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬ এ উঠে এসেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। সংস্থাটির তথ্য অনুযায়ী এ তালিকায় ১৫০১+ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আজ (শনিবার, ১১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির এ অর্জন এমআইএসটির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন। ‘ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৬’ এ অন্তর্ভুক্তির জন্য কঠোর মানদণ্ড, গবেষণা প্রভাব, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পখাতের অবদান ও শিক্ষাদানের মান-সবগুলোতেই এমআইএসটি তার যোগ্যতা প্রমাণ করেছে।

এছাড়াও এমআইএসটি বর্তমানে ১৩টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবছর এমআইএসটি তিনটি নিজস্ব উদ্ভাবিত পণ্যে পেটেন্ট অর্জন করেছে।

আরও পড়ুন:

এসময় এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এ অর্জনের জন্য সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সহযোগীদের অভিনন্দন জানিয়েছেন।

এ আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে এমআইএসটি’র অ্যাকাডেমিক ও গবেষণার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এফএস