বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের ভিপি পদপ্রার্থী মেহেদী মারুফসহ স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়।
আরও পড়ুন:
এছাড়াও ১৭টি আবাসিক হল সংসদের প্রার্থীরাও রুমে রুমে গিয়ে তাদের প্রচারণা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে দোয়া ও সমর্থন চান। পাশাপাশি তাদের প্যানেলের সব প্রার্থীকে প্রচারপত্র নিয়ে নিজেদের পরিচিত হতে দেখা গিয়েছে। এসময় একে-অপরকে সহযোগিতা সহ ক্যাম্পাসে নির্বাচনি পরিবেশ উৎসব মুখর রাখারও অঙ্গীকার করেন।
তবে আসন্ন রাকসু নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
তফসিল অনুযায়ী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন হবে, সে অনুযায়ী অল্প সময়ের মধ্যেই নিজেদের প্রচারণা চালাতে এভাবেই ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের প্রার্থীরা।





