এ বছরের মার্চ মাসে প্রথমবারের মতো সংশ্লিষ্ট কমিটি এ র্যাংকিং সিস্টেমের জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে। সংস্থাটি গবেষণার মান ও পরিবেশ, শিক্ষকতার মান, ইন্ডাস্ট্রি থেকে আয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এ পাঁচটি প্রধান সূচক বিবেচনা করেছে। যেখানে দেশের পাবলিক ও বেসরকারিসহ ১৯টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে।
২০২৬ সালের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে সপ্তম স্থান অর্জন করেছে।
প্রায় সপ্তাহকাল ছুটি শেষে গত মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দুপুরে তার অফিসে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং কমিটিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমাদের র্যাংকিং যাত্রায় প্রাথমিক এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এ পরিবারের সবার। যেসকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষকতা ও দায়িত্ব পালনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী ও তরুণ গবেষকদেরকে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন তাদে ধন্যবাদ।’
আরও পড়ুন:
তিনি জানান, জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত ইমপ্যাক্ট র্যাংকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে।
সম্প্রতি এ কমিটি কিউএস র্যাংকিং সিস্টেমের আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদকে নিয়ে ওয়েবিনার আয়োজন করে। সবার সম্মিলিত প্রয়াস থাকলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র্যাংকিং কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. মতিউর রহমান এ অর্জনকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





