এসময় উপাচার্য জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে সমন্বয় করার বিষয়টি আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল সেগুলো হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে; শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে এবং
এ ব্যাপারে আবারো কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান।





