ইবির আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল চাকরিচ্যুত

অধ্যাপক ড. জহুরুল
অধ্যাপক ড. জহুরুল | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট থেকে অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ড. জহুরুল। পরে এক মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হলেও তিনি সেই নির্দেশনা পালন করেননি। এমন অনুপস্থিতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে ২৮ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (জ) ও ৪ (১)(গ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়, তাকে ২১ আগস্ট ২০২৪ থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন আমার ছুটিকে অনুমতিবিহীন বলছে, সেটা আমার জানা নেই। আমি যথাযথভাবে বন্ড দিয়ে ছুটি গ্রহণ করেছি, এবং আমার ছুটি শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাস থেকে। একটি প্রশাসন ছুটি মঞ্জুর করবে, আর অন্য প্রশাসন চাকরি বাতিল করবে—এটি অত্যন্ত অমানবিক আচরণ। এ ঘটনার ন্যায়বিচারের আশায় আমি অবশ্যই আদালতের স্মরণাপন্ন হব।’

ইএ