রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: অবরুদ্ধ উপ-উপাচার্য

রাবিতে বিক্ষোভ
রাবিতে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) বিকেলে পোষ্য কোটার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। জুবেরি ভবনে ৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয় উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনসহ প্রশাসনের কর্মকর্তাদের। এসময় শিক্ষার্থীরা পোষ্য কোটার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার কবর দেয়া হয়েছে। এখানে পোষ্য কোটা নামে অবৈধ সুবিধা কাউকে আর দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের ডাকের হুঁশিয়ারিও দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, পোষ্য কোটা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে আদালতের মাধ্যমেও সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, এর আগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিতভাবে পাঠানো এক বিবৃতিতে পোষ্য কোটা পুনর্বহালসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো মেনে না নিলে ২১ সেপ্টেম্বর অর্থাৎ রাকসু নির্বাচনের চার দিন আগে থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভর্তি উপকমিটির সাথে সভা করেন তারা।

সভায় উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে শর্তসাপেক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে ভর্তির সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেজু