রাজশাহীতে সড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

প্রকৌশলী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমাড়ি মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা ।

ডিপ্লোমাধারী টেকনিশিয়ানদের আন্দোলনকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়ে তিন দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। তিন দফা দাবিগুলো হলো-

১. অবিলম্বে প্রস্তাবিত ৬ সদস্যের কমিটি বাতিল করে গত ২৭ আগস্টের প্রতিশ্রুতি ৩০ দিনের মধ্যে বাস্তবায়ন।

আরও পড়ুন:

২. সচিবালয়ে উপাচার্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দেশব্যাপী সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

৩. প্রকৌশল খাতে যেকোনো কোটা বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, সম্প্রতি সচিবালয়ে ৬ থেকে ৭ জনের পরিবর্তে ২০ জনের দল নিয়ে গিয়ে ডিপ্লোমার শিক্ষার্থীরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে এবং দেশের সম্মানিত উপাচার্যদের সঙ্গে চরম অসম্মানজনক আচরণ করেছে। দাবি আদায়ের নামে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণকে সুপরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাসহ এ আন্দোলনকে অন্তর্বর্তী সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও মনে করছেন তারা।

ইএ