জকসু নির্বাচনের দাবিতে জবি ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন

জবি ছাত্র শিবিরের সংবাদ সম্মলন
জবি ছাত্র শিবিরের সংবাদ সম্মলন | ছবি: সংগৃহীত
0

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ সংবাদ সম্মেলন করা হয়।

এদিন বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে চলতি সপ্তাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- জকসুর জন্য একজন আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিয়োগের দাবি জানায় সংগঠনটি।

আরও পড়ুন:

এ সময় তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত জকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জোর দাবি জানান। জকসু নির্বাচন দ্রুত সম্পন্নের জন্য মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ, জনসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানান তারা।

ইএ