আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনের রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। সবশেষ বেলা ৩টায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীরা জানান, গত ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। বিশেষায়িত একটি প্রতিষ্ঠানের নাম একটি জেলার নামে হতে পারে না। তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দাবির বিষয়ে কথা বলেন।
এসময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পুনরায় সেনাবাহিনীর সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানান। এসময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদর সাথে দেখা করে দাবিসহ আজকের মধ্যে দাবি পূরণ কথা জানান।
এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন। এসময় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি। এরপর বেলা তিনটায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে যিনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছেন অতিরিক্ত সচিব নিশ্চিত করেছেন তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যদি আগামী ১৮ই মার্চের মধ্যে পুরোপুরিভাবে নাম বাস্তবায়ন করে অধ্যাদেশ জারি করা না হয় আমরা ১৯ তারিখ থেকে আবারো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। আমরা চাই এ বিষয়টি দ্রুত সমাধান করে বাস্তবায়ন করা হোক।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা ঊর্ধ্বতন স্যারদের জানিয়েছি। তারা জানিয়েছেন আগামী তিন সপ্তাহের মধ্যে আশা করি নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পরই শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে রেলপথ ছেড়ে দিয়েছে।’