আজ প্রথম দিন বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং আগামীকাল (বুধবার, ১৪ জানুয়ারি) একই সময়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকা ও সিলেট দুইটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫২ হাজার ৮৪৩ এবং ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯২ শিক্ষার্থী আবেদন করেছন। এরমধ্যে ঢাকা কেন্দ্রে ‘এ’ ইউনিটের ৪৩ হাজার ২৫৭ জন ও সিলেট কেন্দ্রে ৯ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া ‘বি’ ইউনিটে ঢাকা কেন্দ্রে ১৩ হাজার ৮৩৮ জন এবং সিলেট কেন্দ্রে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির তথ্যমতে, ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৯৮৫ এবং ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৫৮১টি। ঢাকা ও সিলেট বিভাগের মোট ১৮টি উপকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও পাটানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ মিরাবাজার, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শাকসু নির্বাচনের দাবিতে সোমবার রাতভর আন্দোলন চললেও ভর্তি পরীক্ষায় এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





