আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ২০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ২০টি কেন্দ্রে দুই হাজার ৩১৬ ভোট পেয়েছেন। এদিকে ৮৮ ভোট বেশি পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের ভোট দুই হাজার ৪০৪।
আরও পড়ুন:
এ দিকে প্রাপ্ত ২০ কেন্দ্রের ফল অনুযায়ী জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি দুই হাজার ৪৮৫টি ভোট পেয়েছেন। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ৮৭ ভোট।
এছাড়া এজিএস পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ছাত্রশিবির সমর্থিত এ প্যানেলের এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন দুই হাজার ৮৫ ভোট। আর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন এক হাজার ৯৩৭ ভোট।
এর আগে গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেয়া হয়।





