কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখবেন যেভাবে

কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছ | ছবি: এখন টিভি
0

দেশের কৃষিভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল (Agriculture Cluster Admission Result) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (GAKRUBI) উপাচার্য ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান এই ফল ঘোষণা (Agriculture Cluster Admission Result 2025-26) করেন।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল ২০২৬ (একনজরে)

  • ফলাফল প্রকাশের তারিখ: ৭ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩০ মিনিট।
  • প্রথম স্থান অধিকারী: ফেরদৌস আহমেদ (প্রাপ্ত নম্বর: ৯৩.৭৫)।
  • কাট-মার্ক (পাস মার্ক): ৫১.২৫।
  • মোট আসন সংখ্যা: ৩,৭০১টি।
  • অপেক্ষমাণ তালিকা: ৭,২৬৬ জন (প্রথম ওয়েটিং লিস্ট)।
  • পরীক্ষার্থীর উপস্থিতি: ৯১.০৪% (রেকর্ড সর্বোচ্চ)।
  • অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়: ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়।
  • ফলাফল দেখার ওয়েবসাইট: কৃষি গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইট (acas.edu.bd)
  • প্রতিযোগিতা: প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ২৪ জন শিক্ষার্থী।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে ফেরদৌস আহমেদ (Topper of Agri Cluster Admission)

এ বছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে দেশসেরা প্রথম স্থান অর্জন করেছেন ফেরদৌস আহমেদ (Ferdous Ahmed)। এ বছর ভর্তির জন্য সর্বনিম্ন কাট-মার্ক (Cut-off Mark) নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। প্রকাশিত প্রথম অপেক্ষমাণ তালিকায় (Waiting List) স্থান পেয়েছেন ৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন:

উপস্থিতির রেকর্ড ও প্রতিযোগিতার চিত্র (Record Attendance and Competition)

ভর্তি কমিটির তথ্যমতে, এ বছর ৮৮ হাজার ২২৮ জন আবেদনকারীর মধ্যে ৯১.০৪ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যা কৃষি গুচ্ছের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড (Record Attendance)। মোট ৩,৭০১টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য গড়ে লড়েছেন ২৪ জন শিক্ষার্থী। গত ৩ জানুয়ারি ২০টি উপকেন্দ্রে একযোগে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা (Admission Test) অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখার নিয়ম ও পরবর্তী ধাপ (How to Check Result and Next Steps)

পরীক্ষার্থীরা কৃষি গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইট (ACAS Website) থেকে তাদের রোল নম্বর (Roll Number) ও পিন ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের দ্রুতই বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম (Subject Choice) ফরম পূরণ করতে হবে।

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো:

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)

২. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAKRUBI)

৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU)

৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)

৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)

৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU)

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (KAU)

৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU)

৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (KUAUB)

আরও পড়ুন:

এসআর