প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ, নতুন নির্দেশনা জারি

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা | ছবি: এখন টিভি
7

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ (Primary Assistant Teacher Recruitment 2025) লিখিত পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী (শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশাসনিক কারণে তা পিছিয়ে বিকেলে নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার নতুন সময়সূচি (New Exam Schedule)

আজ রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ৩টা থেকে। বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৯০ মিনিট এই লিখিত পরীক্ষা (Written Exam) অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

সময় পরিবর্তনের কারণ (Reason for time change)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি করা হয়েছিল। তবে পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

১৪ হাজার পদের বিপরীতে ১০ লাখ প্রার্থী (10 Lakh Candidates for 14,385 Posts)

এবারের নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতার হার আকাশচুম্বী। মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের (14,385 Vacancies) বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন (10,80,080 Applicants)। সেই হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

আরও পড়ুন:

পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা (Strict Guidelines for Candidates)

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধিদপ্তর থেকে নজিরবিহীন নিরাপত্তা ও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে:

কেন্দ্রে প্রবেশের সময় (Entry Time): পরীক্ষা ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ২টা ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।

কান উন্মুক্ত রাখা (Ears must be visible): ডিজিটাল জালিয়াতি বা ব্লুটুথ ডিভাইস (Bluetooth device) রোধে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। তল্লাশির সময় প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করা হবে।

নিষিদ্ধ সামগ্রী (Banned Items): মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ (Smart Watch) বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রয়োজনীয় কাগজপত্র (Mandatory Documents): রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র (Color Admit Card) এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID) অবশ্যই সঙ্গে আনতে হবে। উত্তরপত্র (OMR) পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

আরও পড়ুন:


এসআর