আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে ডিজিটাল অনলাইন লটারির মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ড. এম আমিনুল ইসলাম বলেন, 'অন্তর্বর্তী সরকার শিক্ষাকে মান উপযোগী করতে কাজ করছে। আগামী দিনে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে।'
এ সসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, 'লটারি পদ্ধতি সকল শিক্ষার্থীদের জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে পারেনি।'
এদিন দেশব্যাপী প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮০টি সরকারি বিদ্যালয়ে মোট এক লাখ আট হাজার ৭১৬টি শূন্য আসনের বিপরীতে ছয় লাখ ৩৫ হাজার ৭২টি আবেদন গৃহীত হয়।
তিন হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০ লাখ ০৭ হাজার ৬৭৩টি শূন্য আসনের বিপরীতে তিন লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন আবেদন গৃহীত হয়।