বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, এলপিআর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. আফজাল হোসেন খান ও বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘মানুষকে পূর্ণাঙ্গ মানুষ তৈরির একটি মাধ্যম হলো খেলা। শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়; শৃঙ্খলা, সততা এবং মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি।’
অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘জয়-পরাজয় বড় ব্যপার নয়। প্রতিটি ম্যাচে খেলোয়াররা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।’
রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রুলস অব প্লেয়িং ঠিক না থাকলে প্রতিযোগিতার মূল লক্ষ্য নষ্ট হবে।’
সবার সার্বিক সহযোগিতার টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।