শিক্ষা
0

দলীয় ভিসি ও ক্যাম্পাসে দলীয় শিক্ষক রাজনীতি বন্ধ চেয়ে মানববন্ধন

দলীয় ভিসি নিয়োগ ও ক্যাম্পাসে দলীয় শিক্ষক রাজনীতি বন্ধ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ (বুধবার, ২১ আগস্ট) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীরা দুই দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতি আমাদের জানা আছে। ক্যাম্পাসে শিক্ষক-ছাত্র রাজনীতি চালু থাকলে কালই ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার দেখা যাবে। ভিসি থেকে কর্মচারী পযর্ন্ত।’

তারা বলেন, ‘আমরা অতীততে দেখেছি দলীয় ভিসি, দলীয় প্রসাশনে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে। আমরা এখন আর তা বাস্তবায়ন হতে দিতে পারি না। অতিদ্রুত সময়ে দলীয় লেজুড়বৃত্তির বাইরে ভিসি নিয়োগ দিয়ে ক্যাম্পাসে পাঠদানে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

tech