শিক্ষা
0

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ নানা ভোগান্তি কমাতে চতুর্থবারের মতো দেশের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তিন ইউনিটে এ বছর ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছে।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে দূরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোয় কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

একইভাবে কাছের বিশ্ববিদ্যালয়গুলোয়ও আগামীকালের (২৬ এপ্রিল) মধ্যেই প্রশ্নপত্র পাঠানোর কাজ শেষ হবে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চলতি বছর ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ এবং ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার ১১৬ জন।

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়, ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর আগামী ৩ মে ‘বি’ ইউনিটে মানবিক ও ১০ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা শেষ করার জন্য জিএসটি কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আশা করা হচ্ছে, শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। যেহেতু শিক্ষার্থীরা তাদের সুবিধা অনুযায়ী নিকটবর্তী কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন, সেজন্য আমরা অভিভাবকদের কেন্দ্রে না আসতে অনুরোধ করছি।'

তিনি বলেন, 'ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই পরীক্ষার সময় মুঠোফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিকস ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ব্যবহার করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।