এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এর টিম লিডার মিস জুরাটি স্মালস্কিসটি।
এই সময় প্রতিনিধি দল সাধারণ শিক্ষার সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের নারীদেরকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। যাতে করে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে।