শিক্ষা
0

৬০ দিনের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

গতবছরের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৪৮ হাজার কমেছে। অনিয়মিত শিক্ষার্থী কমে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ‘পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রত্যাশা নতুন কারিকুলামে যে পরীক্ষা হবে তাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়ে পরিবর্তন আসতে পারে।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, অনেকে গুজব রটানোর চেষ্টা করে। আমরা সজাগ দৃষ্টি রাখছি যাতে কেউ গুজব রটাতে না পারে। এসময় তিনি অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানান।

এই সম্পর্কিত অন্যান্য খবর