বৈশ্বিক সংকটের নিরাপদ আশ্রয় স্বর্ণ; চাহিদার সঙ্গে বাড়ছে দাম

স্বর্ণের দাম বৃদ্ধির প্রতীকী ছবি
স্বর্ণের দাম বৃদ্ধির প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দীর্ঘদিন ধরেই স্বর্ণকে নিরাপদ বিনিয়োগের প্রতীক হিসেবে ধরা হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা রাজনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ শেয়ারবাজার ও ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে স্বর্ণে বিনিয়োগ বাড়ায়। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং করোনা মহামারির সময়েও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। সবশেষ কয়েক বছরে সে প্রবণতা আবারও জোরালো হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ও রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমান মূল্যবৃদ্ধির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে।

১. বৈশ্বিক ভূ- রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ–উত্তেজনা: ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বড় শক্তিগুলোর রাজনৈতিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ার বা মুদ্রার বদলে স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক ঝুঁকি যত বাড়ছে, স্বর্ণের চাহিদাও তত বাড়ছে।

২. কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি: সাম্প্রতিক বছরগুলোয় চীন, ভারত, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ডলারনির্ভরতা কমাতে স্বর্ণের মজুত বাড়িয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, গত দুই বছরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা রেকর্ড মাত্রায় পৌঁছেছে, যা বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি করছে।

৩. ডলারের দুর্বলতা ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা: আইজি মার্কেট ও ট্রেজারি আইডি দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বর্তমানে ডলারের মান ওঠানামা করছে। ডলারের বিনিময় হার দুর্বল হলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ তুলনামূলক সস্তা হয়, যার ফলে চাহিদা বৃদ্ধি পায়।  

৪. বিনিয়োগ বাজারে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি: এক্সচেঞ্জ‑ট্রেডেড ফান্ড ইএফটি, গোল্ড বার ও ডিজিটাল গোল্ডে বিনিয়োগ দ্রুত বেড়েছে। বিশ্ব গোল্ড কাউন্সিল জানিয়েছে, ২০২৫ সালে বিনিয়োগ চাহিদা আগের বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশের বেশি বেড়েছে।

৫. এশিয়ার বাজারে গয়নার চাহিদা বেড়ে যাওয়া : ইন্ডিয়ান হেরেল্ডের প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সম্প্রতি বছরগুলোতে ভারত ও চীনে বিয়ের মৌসুম ও উৎসবকে ঘিরে স্বর্ণের ব্যবহার বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

সব মিলিয়ে ইতিহাস, অর্থনীতি ও রাজনীতির পটভূমিতে দাঁড়িয়ে স্বর্ণ আবারও নিরাপদ আশ্রয়ের প্রতীকে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অস্থিরতা দীর্ঘ হলে স্বর্ণের দাম আরও কিছুদিন ঊর্ধ্বমুখী থাকতে পারে।

এএম