বিশ্ব বাজারে বাড়ছে না তেলের দাম: ওপেক প্লাস

ওপেক প্লাস
ওপেক প্লাস | ছবি: সংগৃহীত
0

নতুন করে বিশ্ব বাজারে বাড়ছে না তেলের দাম। কারাকাসে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববারের বৈঠকে একথা জানায় বিশ্ব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। এছাড়া, তেলের মজুদ পর্যাপ্ত থাকায় উৎপাদন না বাড়ানোর আগের সিদ্ধান্তও পুনর্বহাল রাখা হয়েছে। এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রভাব পড়েছে এশিয়ার স্বর্ণের বাজার। সোমবার আউন্সপ্রতি বেড়েছে সোনা ও রুপার দাম।

শঙ্কা ছিল ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা অস্থির করবে বিশ্ব তেলের বাজার। কারাকাসে মার্কিন হামলার একদিন পর তেলের বাজারের হালচাল নির্ধারনে রোববার বৈঠকে বসে বিশ্বের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেক প্লাস।

সভায় সিদ্ধান্ত হয়, অপরিবর্তিত থাকবে বৈশ্বিক তেলের উৎপাদন। এছাড়া, নতুন করে বাড়ছে না তেলের দাম। পাশাপাশি বিশ্ব তেলের মজুদ পর্যাপ্ত পরিমাণে থাকায় গেল বছরের নভেম্বরে ওপেক প্লাস সিদ্ধান্ত নেয় ২০2৬ সালের প্রথম ৩ মাসে তেলের উৎপাদন না বাড়ানোর। রোববারের বৈঠকে আগের সিদ্ধান্তেই পুনর্বহাল থাকে সংগঠনটি।

এদিকে, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডাচ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা কর্পোরেশন আই এন জির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রজেস্কি জানান, ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রগুলোতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চাওয়ায় আগামী কয়েকমাসে বিশ্ব বাজারে বাড়বে তেলের উৎপাদন।

আরও পড়ুন:

আইএনজির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রজেস্কি বলেন, আমি ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবকে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী এই দুই ভাগে বিভক্ত করেছি। স্বল্পমেয়াদে বাজারে চাহিদা ও যোগানের সামঞ্জস্য নিশ্চিতের সম্ভাবনা থাকায় বাজারে স্বস্তি ফিরবে। কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্ব নতুন জিওপলিটিক্যাল প্যারাডাইমের স্বাক্ষী হবে। যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলো আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য ধরে রাখবে।

এছাড়া, ভেনেজুয়েলায় হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন করে পশ্চিম গোলার্ধে নিজেদের শক্তির জানান দিলেও বলেও রয়টার্সকে বলেন ব্রজেস্কি।

আইএনজির প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রজেস্কি বলেন, এটা স্পষ্ট যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে প্রভাব বাড়াচ্ছে। এ অবস্থায় দক্ষিণ আমেরিকার দেশগুলোর নতুন করে ভাবা উচিত, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক বাড়াবে নাকি বিকল্প হিসেবে চীন ও ইউরোপিয়ান দেশগুলো বেছে নেবে।

তবে তেলের বাজারে মার্কিন আক্রমণের প্রভাব না পড়লেও, এশিয়ার মার্কেটে বেড়েছে স্বর্ণের দাম। সোমবার সকালে লেনদেনের সময়, সোনার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি চার হাজার ৪০৮ ডলার দাঁড়িয়েছে। পাশাপাশি স্পট রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর বেড়েছে নিরাপদ বিনিয়োগের চাহিদা। একারণে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের প্রতি ঝুঁকছে। যার প্রভাবে দাম বেড়েছে সোনা-রুপার।

বিশ্বের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। সরকারি বাজেটের সিংহভাগ আসে এই খাত থেকে। দেশটি দৈনিক প্রায় ৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। শুধু তেলের মজুদ নয়, কারাকাসের আছে আরকো মিনেরো নামের বিশাল স্বর্ণ খনি, প্রাকৃতিক গ্যাস, গুয়ায়ানা অঞ্চলের হীরা, ব্লু গোল্ড খ্যাত কোল্টান, লোহা এবং বক্সাইতের মতো খনিজ উপাদান।

ইএ