রোববারের তুলনায় প্রতি ব্যারেল তেলের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ৪৭ সেন্ট। এছাড়াও, শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ বেড়েছে ওয়েন্ট টেক্সাস ক্রুড তেলের দাম। যদিও গেল সপ্তাহে তেলের বাজারে গুরুতর দর বৃদ্ধি রেকর্ড করা হয়।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায়, ব্রেন্ট ক্রুজের দাম এক লাফে বেড়ে আট দশমিক নয় শতাংশে পৌঁছায়। মূলত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আর চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করায় বাজারে তেলের চাহিদা বাড়ছে। রয়টার্সের দাবি, এ কারণে তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী।





