আবারও কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্নের দর

স্বর্ণ
স্বর্ণ | ছবি: সংগৃহীত
0

এক দিনের ব্যবধানে ফের কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্নের দর। প্রতি আউন্স স্বর্নের দর ১ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫৪ ডলার হয়েছে।

গত সোমবার রেকর্ড দর বেড়ে আউন্স প্রতি স্বর্নের দর ছুঁয়েছিলো ৪ হাজার ৩৮১ ডলার। তবে মঙ্গলবারই সর্বোচ্চ ৫ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ১১৫ ডলারে পৌঁছায় তা। এ বছর কয়েক ধাপে স্বর্নের দর বেড়েছে ৫৭ শতাংশ।

আরও পড়ুন:

ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে মূল্যবান এই ধাতুটির বাজার অস্থির হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। স্বর্নের দামের পাশাপাশি কমেছে রূপার দামও। আউন্স প্রতি ১ দশমিক ৬ ডলার কমে রূপার দর দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯৫ ডলার।

ইএ