বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

বিশ্ববাজারে কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম

ইরানে ইসরাইলের হামলার পর বিশ্ববাজারে ৪ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ২৮ অক্টোবর) বিশ্ববাজারে ব্রেন্ট জ্বালানি তেল ৪ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৭২ ডলার ৬১ সেন্টে।

অন্যদিকে, সাড়ে ৪ শতাংশ কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হয়েছে ব্যারেল প্রতি ৬৮ ডলার ৪৪ সেন্টে। 

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। 

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হতে পারে, এমন আশঙ্কায় অস্থির জ্বালানির বাজার। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ৪ শতাংশ নির্ভর করে ইরানের ওপর।

ইএ