ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের তথ্য বলছে, বর্তমানে জাকারবার্গের সম্পদ ছাড়িয়ে গেছে ২০ হাজার ৬শ' কোটি ডলার। দ্রুত উত্থানের পেছনে কাজ করেছে পুঁজিবাজারে মেটার মূল্যবৃদ্ধি।
চলতি প্রান্তিকে ২৩ শতাংশ দর বাড়ায় বর্তমানে মেটার শেয়ার বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ ৫৮২ ডলারে। মেটা ছাড়াও ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান মেনলো পার্কের ১৩ শতাংশ মালিকানা রয়েছে মার্কের দখলে।
শুধু চলতি বছর প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়েছে ৭ হাজার ৮শ' কোটি ডলার। বিশ্বের শীর্ষ ৫০০ ধনকুবেরদের কোনো প্রতিষ্ঠানই এমন চমক তৈরি করতে পারেনি।