বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২৪৫০ ডলার

ইরানের প্রেসিডেন্ট নিহতের জেরে বিশ্ব রাজনীতিতে উত্তেজনার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। রেকর্ড ২ হাজার ৪৫০ ডলারে পৌঁছেছে প্রতি আউন্স স্বর্ণের দাম। বেড়েছে অন্যান্য ধাতুর দামও। অন্যদিকে এশিয়ার বাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দর।

সোমবার (২০ মে) বিশ্ববাজারের লেনদেনে রেকর্ড দরে পৌঁছেছে স্বর্ণ। বিশ্লেষকসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এর কারণ হিসেবে বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে, তারই প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সাধারণত স্বর্ণকে অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগের মাধ্যম বলে মনে করা হয়।

সোমবার লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম পৌঁছায় প্রতি আউন্স দুই হাজার ৪৪৯ ডলার ৮৯ সেন্টে। ওয়াল স্ট্রিটের আভাস, অদূর ভবিষ্যতেই স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে আড়াই হাজার ডলার। ইসরাইল-ইরান সরাসরি যুদ্ধের শঙ্কার মধ্যে গেলো এপ্রিলেও বিশ্ববাজারে রেকর্ড দামে বিক্রি হয়েছিল মূল্যবান ধাতুটি। রাইসির মৃত্যু মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে- এমন শঙ্কায় স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই অস্থিরতার মাঝেই লোহিত সাগরে চীনগামী তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিচ্ছে- আর এরমধ্যে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। ১১ বছরের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে রূপা। প্রতি আউন্স প্রায় ৩৩ ডলারে।

এদিকে ইরান ইস্যুর পাশাপাশি সৌদি বাদশাহ'র স্বাস্থ্য নিয়ে উদ্বেগসহ মধ্যপ্রাচ্যের ইস্যুগুলো এখনও তেলের বাজারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি বলছেন বিশ্লেষকরা।

আজ (মঙ্গলবার, ২১ মে) এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীরা বলছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি এবং সুদের উচ্চ হার বহাল থাকায় কমেছে শিল্পে তেলের চাহিদা। এতে আন্তর্জাতিক বেঞ্চ মার্ক ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৮৩ ডলারের কিছু ওপরে অবস্থান করছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর