বিদেশে এখন , বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
0

ঘুরে দাঁড়াচ্ছে বিপর্যস্ত অর্থনীতির শ্রীলঙ্কা

ঋণে জর্জরিত দেশটির মূল্যস্ফীতি ২০২২ সালের সর্বোচ্চ ৭০ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে নেমে এসেছে ৫ দশমিক ৯ শতাংশে।

মূল্যস্ফীতি সংকোচনের পর গেল বছরের দ্বিতীয়ার্ধে সম্প্রসারিত হয়েছে দেশটির অর্থনীতি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

২০২২ সালে এপ্রিলে দেউলিয়া ঘোষণা হওয়া এই দেশের ঋণ ছিল ৮ হাজার ৩শ' কোটি ডলার।

আইএমএফের ঋণ সহায়তায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্রটি। বর্তমানে শক্তিশালী হয়েছে শ্রীলঙ্কার মুদ্রার মান, কমেছে সুদের হার।

বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত পদক্ষেপের কারণে দেশটিতে পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রবাসী আয় ও পর্যটনের মতো কিছু খাত একরকম ঘুরে দাঁড়িয়েছে। ফলে উন্নতি ঘটেছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির।

সুনির্দিষ্টভাবে বললে, দেশটির সরকার ব্যয় কমিয়ে রাজস্ব বাড়িয়েছে আর সংস্কার কার্যক্রম জোরদার করে করজাল বিস্তৃত করেছে। মূলত এই দুটি নীতি পদক্ষেপের কারণে ঘুরতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা।

ইএ