পুঁজিবাজার
অর্থনীতি
0

পুঁজিবাজার নিয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসছে বিএসইসি

পুঁজিবাজারের ক্রম অবনতিশীল পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে শিগগিরই বৈঠকে বসবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও ফিনান্সিয়াল রেগুলেটর কাউন্সিলও এই বৈঠকে থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান সংস্থাটির চেয়ারম্যান। বাজারে ভালো আইপিও ও তারল্য বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা আত্মোগোপনে চলে যান। এরপর তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে ৭০০ পয়েন্টের বেশি।

তবে সেই উত্থান স্থায়ী হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিএসইসি'র নেতৃত্বেও আসে পরিবর্তন। শুরু হয় সংস্কার এবং ব্যবস্থা নেয়া হয় পুঞ্জীভূত অনিয়মের বিরুদ্ধে। কিন্তু এরপরও ধারাবাহিক পতন থেকে বের হতে পারেনি পুঁজিবাজারে।

চলতে থাকা এ পতনে ডিএসই'র প্রধান সূচক নেমে এসেছে ৪ হাজার পয়েন্টের ঘরে, চার বছর আগে এই অবস্থানে ছিলো ঢাকার পুঁজিবাজার। আর এজন্য আস্থা ও তারল্য সংকট এবং ক্যাপিটাল গেইনের উপর কর‌ আরোপকে দায়ী করেন বাজার সংশ্লিষ্টরা। তাই কারসাজির বিরুদ্ধে বড় ধরনের শাস্তির উদ্যোগ নেয়া হলেও ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে।

এমন পরিস্থিতিতে শেয়ারবাজারের সার্বিক অবস্থা নিয়ে অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএসইসি। যেখানে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর থাকার কথা রয়েছে।

মঙ্গলবার বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএসইসির চেয়ারম্যান। সভায় পুঁজিবাজারের সংস্কার নিয়ে কথা বলেন তিনি।

চেয়ারম্যান জানান, তারল্য সংকট নিরসন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভালো আইপিও নিয়ে আসার কাজ চলছে।

বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, তারল্য বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে কী ধরণের ব্যবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা আছে সেটা নিয়ে আলাপ-আলোচনা হবে। আপনারা জানেন যে, অর্থ মন্ত্রণালয় বেশ কিছু প্রপোজাল নিয়ে আসবেন বলে জানিয়েছেন। বিশেষ করে রিটেইল ইনভেস্টরদে কীভাবে আরেকটু প্রণোদনা দেওয়া যায়।

সেই সাথে গত কয়েক বছরে পুঁজিবাজার থেকে যেসব বিনিয়োগকারী চলে গেছে তাদেরও ফিরিয়ে নিয়ে আসারও চেষ্টা চলছে বলেও জানান সংস্থাটির প্রধান।

অপরদিকে পুঁজিবাজারে বড় দুটি ক্ষতির কারণ মার্জিন ডিনাইয়ের লোকসান ও মিউচুয়াল ফান্ডে বড় পরিবর্তন আসবে বলে জানান তিনি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর