পুঁজিবাজার
অর্থনীতি
0

পুঁজিবাজারে ৩১ ব্যাংকের ৩ হাজার ৩২২ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংকের ৩ হাজার ৩২২ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর পর্ষদ সভা ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে আর্থিক অবস্থা পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন শেষে বিতরণ করা হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩১টির পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ব্যাংকগুলোর পর্ষদ মোট ৩ হাজার ৩২২ কোটি ২৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে।

সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ দেবে সিটি ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে ২০২ কোটি ৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯৮ কোটি ১৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক। আর ব্যাংক এশিয়া দেবে তৃতীয় সর্বোচ্চ ১৭৪ কোটি ৮৯ লাখ টাকার নগদ লভ্যাংশ।

এ বছর শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে এ‌বি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। আর লোকসান করা আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেনি। এছাড়া মুনাফা সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেনি রূপালি ব্যাংক।

ইএ