চার দিন পর সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

শাহনুর শাকিব
ঢাকা
0

টানা চার কার্যদিবস পতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ নভেম্বর) দেশের পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।


বুধবার (২২ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক ও লেনদেন বাড়ার পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে।

এদিন ডিএসই'তে দাম কমার তুলনায় বাড়ার তালিকায় প্রায় তিনগুণ বেশি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩২টির। আর ১৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও ডিএসই'র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স মাত্র ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।

প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসেফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই অ্যালুমেনিয়াম এবং এমারেল্ড অয়েল।

বুধবার বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯.০৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৯৭ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৭.২০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৭.০১ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৬.০৮ শতাংশ, এমবি ফার্মার ৫.৮৭ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫.৬৮ শতাংশ বেড়েছে।

অপরদিকে কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৫.৫৯ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.০২ শতাংশ, বাটা সু’র ৪.৯০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৩.৫১ শতাংশ, পূবালী ব্যাংকের ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৯২ শতাংশ, সুহৃদের ২.৭৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ২.৫৫ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ১.৮৩ শতাংশ কমেছে।

এদিন অপর পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-র প্রধান সূচক সিএএসপিআই ৭.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৬.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০.৩০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১.৫৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২৫ পয়েন্ট এবং সিএসআই ০.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ২৭৬.৮৩ পয়েন্টে, ১ হাজার ৩০১.৮৯ পয়েন্টে এবং ১ হাজার ১৬৭.০৭ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি প্রতিষ্ঠানের। সিএসইতে এদিন লেনদেন হয় ৭ কোটি ৩৫ লাখ টাকা।

এসএস