ভোর ছয়টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় আজকের ঈদ যাত্রা। এরপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস, নীলফামারীর নীলসাগর এক্সপ্রেসসহ ধাপে ধাপে গন্তব্যের উদ্দেশে যাত্রী নিয়ে ছাড়ছে ট্রেন।
প্রথমদিন কয়েকটি ট্রেন দেরিতে ছাড়লেও দ্বিতীয় দিনের যাত্রায় সময়মতই ছেড়ে যাচ্ছে। এবার ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও ছুটছে যাত্রী নিয়ে।
রেলওয়ের ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে প্রত্যাশা করে যাত্রীরা বলছেন, ঈদ আনন্দের মাত্রা বাড়াতে ও প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতেই কিছুটা আগেভাগেই যাত্রা করেছেন তারা।