দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের

দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি এনবিআর চেয়ারম্যানের | এখন
0

প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের ধরিয়ে দিলে, তদন্তের নামে সময় নষ্ট না করে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ হুঁশিয়ারি দেন তিনি।

আজ সকালে আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হয় ব্যবসায়ী সংগঠন।

তারা কিছু পণ্যে অতিরিক্ত কর হার প্রত্যাহারের দাবি জানান এবং উদ্যোক্তারা রাজস্ব কর্মকর্তাদের হাতে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ জানায়।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, 'কাউকে বিশেষ সুবিধা দিয়ে করছাড় দেয়া বা অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না।'

তিনি বলেন, 'রাজস্ব কর্মকর্তাদের অবশ্যই ব্যবসাবান্ধব হতে হবে।'

রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসাবান্ধব পরিবর্তন আনার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান।

ইএ