আজ (সোমবার, ১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের ইপিলিয়ন নিটওয়্যার কারখানা পরিদর্শন ও বিকেএমইএর সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
আগামীতে ইউরোপের বাজারে প্রবেশে বাংলাদেশ অগ্রাধিকার পাবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, 'বর্তমান সুবিধার আওতা বাড়ানোর পাশাপাশি জিএসপি প্লাস নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।'
এছাড়া এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তিনি।
আর এলডিসি থেকে উত্তরণের পর চলমান সুযোগ সুবিধা আরও ৫ বছর অব্যাহত রাখতে ইইউকে অনুরোধ জানান বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।