পরিষেবা
অর্থনীতি
0

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনা সবার জন্য উন্মুক্তের দাবি

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভেঙে কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। গত ১৫ বছরের একটি বিশেষ মহল বন্দরের টেন্ডার ও পরিচালনা কার্যক্রম কুক্ষিগত করে রেখেছিল। একক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বন্দরকে মুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, 'বন্দর ব্যবহারে নেপাল, ভূটান ও পশ্চিমবঙ্গ যেন সমান সুযোগ পায় সেটি নিশ্চিত করা প্রয়োজন। এতে আমরা সার্বিকভাবে নিরাপত্তার ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবো।'

আমাদের এ সমুদ্র উপকূল আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গভীরভাবে ভাবতে হবে। বন্দরে সক্ষমতা ও দক্ষতা বাড়ানো গেলে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে। এক্ষেত্রে সুনির্দিষ্ট জাতীয় পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তিনি।

আজ (রোববার, ২২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বন্দর সুরক্ষা কমিটি। এতে বন্দর অংশীজনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএ