পরিষেবা
অর্থনীতি
0

ট্যাক্স সংগ্রহে বৈষম্য থাকা যাবে না: অর্থ উপদেষ্টা

ট্যাক্স সংগ্রহে বৈষম্য থাকা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ (শনিবার, ১৪ সেপ্টেম্বর) আগারগাঁও এনবিআর ভবনে ২০২৪ সালের অর্থ আইনে প্রত্যক্ষ করের পরিবর্তন নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'ট্যাক্স সংগ্রহে কোনো বৈষম্য থাকা যাবে না। একজন বেশি ট্যাক্স দিবে অপর জন্য কম দেবে এটা উচিত না। ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে।'

তিনি আরও জানান, রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি অর্থনীতি। তাই যত দ্রুত সম্ভব এ খাতকে ঘুরে দাঁড়াতে হবে।

উন্নত দেশের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ সহায়তাও নেয়া হবে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, 'অর্থনীতিকে শক্তিশালী করতে রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই। তবে, আয়কর আহরণকে বৈষম্য ও ভীতিকর রাখা যাবে না। ব্যাংকিং ব্যবস্থার রিফর্ম ও আয়কর ব্যবস্থাকে শক্তিশালী করতে আমেরিকার সঙ্গে চুক্তি করা হবে।'

অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ ও তার জন্য বৈদেশিক ঋণকেও নিরুৎসাহিত করেন অর্থ উপদেষ্টা। বলেন, 'প্রয়োজনীয় প্রকল্পের জন্য ঋণ নেব। তবে অপ্রয়োজনীয় প্রকল্প নয়।'

এসময় এনবিআরের ইমেজ সংকট দূর করা হবে বলে জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর