পরিষেবা
অর্থনীতি
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের কর্মবিরতি

আগামীকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুরা। চাকরি স্থায়ীকরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ (রোববার, ১৮ আগস্ট) বিকালে এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ৬৩০জন কেবিন ক্রু কর্মরত রয়েছেন। যাদের মধ্যে ৩৯০জনই চুক্তিভিত্তিতে কাজ করছেন। তাদের অভিযোগ একই কর্ম পরিবেশে চলছে দুই রকমের বৈষম্য।

কেবিন ক্রুদের কাজ হচ্ছে বিমানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে ৩৯০ কেবিন ক্রুর চাকরির নিশ্চয়তা নেই সেখানে কীভাবে তারা যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তারা।

কর্মবিরতির কারণে আগামীকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডোমেষ্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউল বিপর্যস্ত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

tech