প্রজ্ঞাপনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য ১০৭ টাকা ৭৫ পয়সা থেকে ১ টাকা কমে ১০৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।
তবে পেট্রোলের দাম ১২৭ টাকা লিটার এবং অকটেনের দাম ১৩১ টাকা লিটার, যা অপরিবর্তিত রয়েছে। সমন্বয়কৃত এ মূল্য ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে।