এসময় সালমান এফ রহমান ডিএনসিসিকে নারায়ণগঞ্জের মতো ঢাকা জেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন। তিনি দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরে বলেন, সামনে ডলার সংকট সমস্যা সমাধান হবে।
এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার প্রশাসনের আয় বৃদ্ধিতে সারাদেশে মডেল তৈরি করার কথা বলেন।
তিনি বলেন, 'ট্যাক্স প্রদানে জনপ্রতিনিধিদের উৎসাহিত করতে হবে। ট্যাক্স অনুপযুক্ত ব্যক্তিকে আয়-রোজগারের ব্যবস্থা করে ট্যাক্স আদায় নিশ্চিত করতে হবে।'
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ জেলার স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।