পরিষেবা
অর্থনীতি
0

'সৈয়দপুর বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা স্বাভাবিক থাকবে'

নীলফামারী

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটে নষ্ট হওয়া দুটি সার্কিটের মধ্যে একটি মেরামত করা হয়েছে। সন্ধ্যার পর বিমান ওঠানামা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটির কারণে ১২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। আজ (সোমবার, ১৩ মে) সকাল থেকে তা স্বাভাবিক হয়।

সৈয়দপুর বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রানওয়েতে কাজ চলার সময় কোনো এক জায়গায় বৈদ্যুতিক সংযোগ কাটা পড়েছিল। এরপর থেকে রানওয়ের বাতি জ্বলছিল না। প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের লাইটে নষ্ট হওয়া দুটি সার্কিটের মধ্যে একটি মেরামত করা হয়েছে। ফলে রাতে বিমান ওঠানামা স্বাভাবিক থাকবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে চারটি বিমান সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যানুযায়ী, দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সৈয়দপুর-ঢাকা রুটে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করা হয়।

গতকাল বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের ল্যান্ডিং লাইট বন্ধ ছিল। এতে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বন্ধ ছিল বিমান চলাচল। এতে দুই শতাধিক যাত্রী বিপাকে পড়েন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর