পরিষেবা
অর্থনীতি
0

ধীরে ধীরে লোডশেডিং কমে আসছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে দেশের কিছু কিছু অঞ্চলে লোডশেডিং হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং ধীরে ধীরে কমে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ (সোমবার, ৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমরা লোডশেডিং নিয়ে একমাস যাবত পর্যবেক্ষণ করছি। এছাড়া আমাদের বেশ কিছু  ওয়েল বেজড পাওয়ার প্লান্ট বন্ধ রয়েছে। যেগুলো ধীরে ধীরে চালুর পথে বলে জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, 'তেল ও আর্থিক জটিলতা থাকার কারণে বেসরকারি পাওয়ার প্লান্টগুলো তেল সঠিক সময়ে আমদানি করতে পারেনি। তবে বর্তমানে বিষয়গুলো স্বাভাবিক হচ্ছে।'

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকায় লোডশেডিংয়ের বিষয়ে ওয়াকিবহাল রয়েছেন বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর