'পেনশন স্কিম নিয়ে প্রত্যাশিত আগ্রহ তৈরি হয়নি'

পরিষেবা
অর্থনীতি
0

সর্বজনীন পেনশন স্কিমে গেল ৮ মাসে ৬০ হাজার গ্রাহক হিসাব খুলেছেন। যার বিপরীতে জমা হয়েছে ৪৫ কোটি টাকা। যা প্রত্যাশার চেয়েও কম। তাই এই স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের আগ্রহ দেখা যাচ্ছে না তেমন। এর জন্য আস্থাহীনতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি পেনশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি বিভাগে প্রায় ৮ বছর ধরে কর্মরত আছেন এস এম আব্দুল্লাহ। মাসিক বেতন আর উৎসব ভাতা ছাড়া প্রোভিডেন্ড ফান্ড কিংবা নেই কোনো পেনশন সুবিধা। চাকরি ছাড়লে পাবেন না এককালীন কোনো ভাতা বা টাকা।

তার কাছে পেনশন মানে এক সাথে নির্দ্দিষ্ট অংকের টাকা যা পাওয়া যায় নির্দ্দিষ্ট সময় পর। তবে দেশে নতুন চালু হওয়া সর্বজনিন পেনশন স্কিম নিয়ে তার ভাবনা কি?

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এস এম আব্দুল্লাহ। ছবি: এখন টিভি

আব্দুল্লাহ বলেন, 'চালের দাম দেশে ২০ বছরে বাড়ছে ৮ গুণ। তাহলে ২৮ বছর পর আমার এ ৩ হাজার টাকার মূল্য কত হবে। এখানে তো আমার লাভের কিছু দেখি না। এরপরও যে রিটার্ন করছি তা আমার পকেট থেকে যাচ্ছে, তাহলে আমি কেন করবো বলেন।'

দেশের বেসরকারি খাতে কর্মরতদের একটি বড় অংশেরই পরিস্থিতি আব্দুল্লাহর মতো। শ্রম জরিপ অনুযায়ী, দেশে কাজে নিয়োজিতদের ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে নিযুক্ত, যেখানে সাধারণ করপোরেট সুযোগ সুবিধাগুলোর নিশ্চয়তাও পান না অনেকেই। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি বলছে, দেশে ১০ ভাগ বেসরকারি চাকরিজীবীর প্রভিডেন্ট বা গ্রাচ্যুইটি সুবিধা আছে। আর ৪০ শতাংশ বয়স্ক মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী।

সরকারি পেনশন আওতার বাইরে থাকা নাগরিকদের জন্য সরকার গেল বছর সর্বজনিন পেনশন স্কিম চালু করলেও এখনও জানেননা অনেকই। যারা জানেন তাদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আস্থাহীনতা আর ব্যাংক ডিপোজিট কিংবা সঞ্চয় পত্রের চেয়ে কম সুবিধা থাকারে অভিযোগ তাদের।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন বলেন, 'নতুন একটা স্কিম আদৌ স্টাবলিশ হবে কি না। এজন্য আরও কিছুদিন দেখি ভবিষ্যতে কি হয়।'

এছাড়া রেমিট্যান্স আনাসহ পেনশন স্কিমে প্রবাসীদের অন্তর্ভুক্তি বাড়ানোর কথা শুরু থেকে বলে আসলেও সাড়া মেলেনি খুব একটা। প্রবাসে যেসব ব্যাংক পেনশন স্কিম নিয়ে কাজ করছে সেখানেও মিলছে না গ্রাহক সংখ্যা।

গেল বছরের আগস্টে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মী, স্বল্প আয়ের মানুষ এবং প্রবাসীদের অংশ নেয়ার সুযোগ রেখে চারটি আলাদা স্কিমের ঘোষণা দেয়া হয়। স্কিমগুলোতে মোট ১০ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ৷ এ স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের আগ্রহ দেখা যাচ্ছে না তেমন। গেল ৮ মাসে ৬০ হাজার গ্রাহক হিসাব খুলেছেন। যার বিপরীতে ৪৫ কোটি টাকা জমা হয়েছে যার ৪১ কোটি টাকা ইতোম্যধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হলেও শুরুতে স্কিমটি যেভাবে সাড়া ফেলেছিল তাতে এখন ভাটা পড়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, 'ভাটা পড়ার কারণ হলো প্রতিটি মানুষকে আমরা মেসেজটা দিতে পারিনি। সর্বস্তরের মানুষকে একটি সামাজিক নিরাপত্তায় আনার কর্মসূচি এ যাবৎ ছিল না। এ কর্মসূচি যদি আমরা সম্পূর্ণ করতে পারি, যদি মানুষ নিজ নিজ স্কিমে এনরোলড হয়, তাহলে অদূর ভবিষ্যৎে আশা করি বয়স্ক ভাতা, বিধবা ভাষায় এনরোলড হওয়ার মতো আর লোকই থাকবে না।'

সরকারি প্রতিষ্ঠানের উপর আস্থাহীনতা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি পেনশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সিপিডির সম্মানীয় ফেলো ড.মুস্তাফিজুর রহমান বলেন, 'সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপর মানুষের যে আস্থার অভাব, সেটা কিন্তু একটা বৃহত্তর বিষয়। এবং পেনশন স্কিম তো সেটার বাইরে না। সেজন্য এ স্কিম নিয়ে প্রত্যাশিত আগ্রহ তৈরি হয়নি মানুষের।

মাসে নির্ধারিত হারে চাঁদা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারেন ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা।

সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকেই আলোচনা-সমালোচনায় সরব ছিল সব মহল। যেখানে চিন্তার শীর্ষে ছিল জমানো অর্থের সুরক্ষা, মেয়াদ শেষে টাকা পাওয়া, না পাওয়ার আস্থাহীনা। তবে স্কিম চালুর ৮ মাস পার হলেও এসব প্রশ্নের স্থায়ী সমাধান কিংবা আস্থা অর্জনে কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে তা কতটুকু সফল?

এসব প্রশ্নের উত্তর মেলা যতটা কঠিন, তততাই কি কঠিন মানুষের আস্থা অর্জন? তাই সাধারণ নাগরিকের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়ার পেছনে আস্থাহীনতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা নাকি মূল্যস্ফীতি দায়ি সে প্রশ্ন থেকেই যায়।

এসএস

শিরোনাম
সংস্কার আর নির্বাচন আলাদা নয়, তাই দুটোই চলবে, ঐকমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে: মির্জা ফখরুল
ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ: আমীর খসরু মাহমুদ চৌধুরী; নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, গুমে জড়িতদের বিচার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম
দলমত-নির্বিশেষে সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার গ্রামবাসী
মাদারীপুরে ৪, গাজীপুরে পুলিশ কনস্টেবলসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
লক্ষ্মীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহত বেড়ে ১৪৫, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক, বাংলাদেশি হতাহতের তথ্য নেই
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ অন্তত ৭৫
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে
আইপিএল: লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস
সংস্কার আর নির্বাচন আলাদা নয়, তাই দুটোই চলবে, ঐকমত্যে পৌঁছানো সংস্কার ধরেই নির্বাচনে যেতে হবে: মির্জা ফখরুল
ভিন্ন পন্থায় ক্ষমতায় থাকার চেষ্টা রুখবে জনগণ: আমীর খসরু মাহমুদ চৌধুরী; নির্বাচন দিয়ে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না, গুমে জড়িতদের বিচার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম
দলমত-নির্বিশেষে সবাই মিলে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল
সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৮টি গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫০ হাজার গ্রামবাসী
মাদারীপুরে ৪, গাজীপুরে পুলিশ কনস্টেবলসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
লক্ষ্মীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে আহত বেড়ে ১৪৫, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক, বাংলাদেশি হতাহতের তথ্য নেই
থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ভবন ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১, নিখোঁজ অন্তত ৭৫
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে
আইপিএল: লখনৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস