পরিষেবা
অর্থনীতি
0

কাল থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয়, কমতে পারে দাম

আগামীকাল থেকে জ্বালানি তেলের দামে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে দাম কমতে পারে জ্বালানির।

আজ বুধবার (৬ মার্চ) চট্টগ্রামে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের ডিসপ্লে সেন্টার বা বিতরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

সরকার সাশ্রয়ী মূল্যে রিলায়েবল জ্বালানি দিতে চায় জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে একই কথা। আগামীকাল থেকে দেশের জ্বালানি তেলের দামে বড় পরিবর্তন আসবে।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ হবে। এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার সিদ্ধান্তের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় গত রোববারই জ্বালানি তেলের দাম কমার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী নজরুল হামিদ। তবে কি পরিমাণ দাম কমবে সে বিষয়ে কিছু জানা যায় নি।

এসএসএস