পরিষেবা
অর্থনীতি
0

বীমা খাতে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্যান্য উন্নয়নের পাশাপাশি সরকার বীমা খাতেও গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে বীমা নিয়ে সচেতন করতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি।

শুক্রবার (১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিলে তিলে গড়ে তোলা প্রতিষ্ঠান চোখের পলকে মিলিয়ে যায় দুর্ঘটনায়, ক্ষতি হয় আর্থিক। এ ক্ষতি পোষাতে যখন প্রতিষ্ঠানের উদ্যোক্তা অসহায় ঠিক তখনই পাশে দাঁড়ায় বীমা প্রতিষ্ঠান। সাধারণ মানুষের ভেতর বীমা সচেতনতা তৈরি করতেই ১ মার্চ জাতীয় বীমা দিবস পালন করা হয়। ১৯৬৩ সালের এ দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রথম কর্মস্থল অর্থাৎ বীমা কোম্পানিতে কাজে যোগ দেন।

প্রতিবছরের মতো এবারও পালিত হচ্ছে দিবসটি। এবারের বীমা দিবসের প্রতিপাদ্য, 'করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'।

প্রধানমন্ত্রী বলেন, 'অন্যান্য উন্নয়নের পাশাপাশি বীমা খাতকেও সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে।'

এসময় তিনি মানুষকে বীমা নিয়ে সচেতন করতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশও দেন। অসত্য কথা বলে যেন অন্যায্য দাবি কেউ করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা।

সত্যিকারের বীমা সুবিধাভোগীদের বীমার টাকা দ্রুত প্রাপ্তির বিষয়ও তুলে ধরেন তিনি। সরকারপ্রধান জানান, দেশের বীমা খাতকে উন্নত করতে উচ্চশিক্ষার ব্যবস্থা দেশের মাটিতে করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
কৃষি নির্ভরশীলতা বাড়লেও নাটোরে গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

বিক্ষোভ থামাতে শেহবাজ সরকারের লকডাউন-কারফিউয়ের সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ১৫ বছরে তলানিতে অর্থনীতি

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে শিল্পদ্যোক্তা হতে চাইলেও নেই বিনিয়োগের পরিবেশ
সিলেটে শিল্পদ্যোক্তা হতে চাইলেও নেই বিনিয়োগের পরিবেশ

নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবরে প্রায় ২১ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে: ড. ইউনূস

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

হত্যাচেষ্টা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কারাগারে

জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্ব দেয়ার আহ্বান জর্জিয়ার

চট্টগ্রাম বন্দরে চুরির এক মাসেও শনাক্ত হয়নি জড়িতরা

অর্থনীতির নানা সূচকে গরমিল: তড়িঘড়ি করে এলডিসি উত্তরণ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল!