পরিষেবা
অর্থনীতি
0

সেরা ৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিলো রাজস্ব বোর্ড

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিশেষায়িত বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ'র সেরা করদাতাদের দেয়া হয় সম্মাননা।

এতে কর সংগ্রহ ব্যবস্থপনায় স্বচ্ছতা ও দক্ষতা দেখানো ১৪ ক্যাটাগরির ৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পায় সেরা করদাতার পুরস্কার। পুরস্কার পাওয়া করদাতারা বলেন, তারা উৎসাহিত হয়েছেন এই সম্মাননায়।

সেবা ও মামলা জট নিরসন সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ডের দুই দশকের পুরানো বিভাগ বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ। এর আওতায় রয়েছে ব্যাংক, বীমা, ব্যাংকিং বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও উৎপাদন খাতের কোম্পানি এবং তাদের পরিচালকবৃন্দ।

এলটিইউয়ের সেবা ও আধুনিকায়ন প্রসঙ্গে অংশীজনরা কর আহরণ ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের পরামর্শ দেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এলটিইউ-কে আরও করদাতাবান্ধব করার কথা বলেন তারা।

বৃহৎ করদাতা ইউনিটে এবার ব্যাংকগুলোর মধ্যে সেরা হয়েছে ইসলামী ব্যাংক, ব্যাংকিং বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল, বিমায় মেটলাইফ বাংলাদেশ, টেলিকমিউনিকেশনে গ্রামীনফোন, সেবায় পিজিসিবিএল, প্রকৌশলে বিএসআরএম, খাদ্যে নেসলে বাংলাদেশ, জ্বালানিতে তিতাস গ্যাস, স্পিনিং টেক্সটাইলে স্কয়ার টেক্সাটাইল, ওষুধ রসায়নে স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি সেরা নির্বাচিত হয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর