এতে কর সংগ্রহ ব্যবস্থপনায় স্বচ্ছতা ও দক্ষতা দেখানো ১৪ ক্যাটাগরির ৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পায় সেরা করদাতার পুরস্কার। পুরস্কার পাওয়া করদাতারা বলেন, তারা উৎসাহিত হয়েছেন এই সম্মাননায়।
সেবা ও মামলা জট নিরসন সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ডের দুই দশকের পুরানো বিভাগ বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ। এর আওতায় রয়েছে ব্যাংক, বীমা, ব্যাংকিং বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন ও উৎপাদন খাতের কোম্পানি এবং তাদের পরিচালকবৃন্দ।
এলটিইউয়ের সেবা ও আধুনিকায়ন প্রসঙ্গে অংশীজনরা কর আহরণ ব্যবস্থাপনা পুরোপুরি অটোমেশনের পরামর্শ দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এলটিইউ-কে আরও করদাতাবান্ধব করার কথা বলেন তারা।
বৃহৎ করদাতা ইউনিটে এবার ব্যাংকগুলোর মধ্যে সেরা হয়েছে ইসলামী ব্যাংক, ব্যাংকিং বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল, বিমায় মেটলাইফ বাংলাদেশ, টেলিকমিউনিকেশনে গ্রামীনফোন, সেবায় পিজিসিবিএল, প্রকৌশলে বিএসআরএম, খাদ্যে নেসলে বাংলাদেশ, জ্বালানিতে তিতাস গ্যাস, স্পিনিং টেক্সটাইলে স্কয়ার টেক্সাটাইল, ওষুধ রসায়নে স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি সেরা নির্বাচিত হয়েছে।