আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যাপারে পৃথক দু'টি আদেশ জারি করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে।
ব্যক্তি ব্যক্তিপর্যায়ের করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার এনবিআর নতুন করে আরও এক মাস সময় বাড়ালো। এর ফলে ব্যক্তি করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময় ১৫ জানুয়ারির বদলে এক মাস বাড়িয়ে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।