রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রাহকদের এ তথ্য জানিয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার অর্থ উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে গ্রাহকরা ভ্রমণ কোটার মধ্যে পিওএস এবং ই-কমার্সের মাধ্যমে যেকোনো বৈধ কেনাকাটা করতে পারবে।
এ বিষয়ে তাদের কাস্টমার কেয়ার নম্বরে (১৬২৩০) ফোন দেয়া হলে একজন প্রতিনিধি বলেন, '১ জানুয়ারি থেকে ডেবিট কার্ড দিয়ে দেশের বাইরে টাকা তোলা বন্ধ করে দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি অথরিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এখন টেম্পরারি রেস্ট্রিকশন আছে। কবে চালু হবে আমরা বলতে পারছি না। বাংলাদেশ ব্যাংক যখন চালু করতে বলবে তখন আমরা আবার ম্যাসেজ দিয়ে জানিয়ে দিব।'
এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে প্রথমবার বিদেশে নগদ অর্থ তোলা বন্ধ করে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ব্র্যাক ব্যাংক সবসময় ডিজিটাল লেনদেন ও ইলেকট্রনিক পেমেন্টকে উৎসাহিত করছে। এছাড়া নগদ অর্থ তোলার কোন রেকর্ড না থাকায় ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটা করতে পারবে।
এর আগে ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্রাক ব্যাংক দেশের ভেতরে ক্রেডিট কার্ড থেকে নগদ উত্তোলন বন্ধ করেছিল।