বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

চুক্তি
অর্থনীতি
0

বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ রূপান্তরের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি।

আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ব্যবসা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ জাপান।’ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদার, ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার।’

বাংলাদেশ এখন জাপানসহ পূর্ব ও পশ্চিম সবদিকে ব্যবসা-বাণিজ্যের সুযোগ খুঁজছে বলে জানান প্রধান উপদেষ্টা।

এ সময় জাপানি রাষ্ট্রদূত জাপানের অর্থায়নে চলমান বড় প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দেন।

ইএ